প্রকাশিত: Thu, Jan 25, 2024 11:58 AM
আপডেট: Wed, Jul 2, 2025 1:08 AM

[১] গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ ফেব্রুয়ারি

এম. এ.  লতিফ, আদালত প্রতিবেদক: [২] বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে এই মামলায় বিএনপি চেয়ারপার্সনসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

[৩] খালেদা জিয়া অসুস্থ থাকায় হাজির হতে পারেননি বিধায় তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। অপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার পারিবারিক কাজে অস্ট্রেলিয়ায় থাকায় চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে চার্জ শুনানি করতে বলেন। পরে খালেদা জিয়ার পক্ষে চার্জ শুনানি শুরু করেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। একপর্যায়ে তিনি আবারও সময় চাইলে আদালত চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন, জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অপর আইনজীবী হান্নান ভূঁইয়া। 

[৪] ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের এরপর পৃষ্ঠা ২, সারি   

(প্রথম পৃষ্ঠার পর)  বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব